ভালোবাসাহীন শরীরের লোভ
অবৈধ
আমার জীবনও অবৈধ
জীবনের প্রতি আমার কোন ভালোবাসা নেই।

ক্ষয়প্রাপ্ত আকাঙ্ক্ষিত সময়গুলো
আজ অবৈধ
আমি আমার কাছেও অবৈধ
বৈধতা অবৈধতার ধোঁয়ায় আচ্ছন্ন।

কালো রাতের কালো রাস্তা
রহস্যময়
শরীরের গোপন রহস্যের মতো
রহস্যগুলো আজ সন্দিহান।

বাড়ন্ত স্বপ্নগুলো পুরনো হয়
ঝলসে যায়
বহুবছর আগের লেখা কবিতার মতো
বিষাক্ত লাগে।

ইলিশ শিকারী যুবক
চৌ রাস্তায় দাঁড়িয়ে
জীবনের বৈধতা খোঁজে
আপন মনে।

মিরপু,র, ঢাকা
অক্টোবর ১১, ২০২২, রাত ১২টা