নিঃশব্দের শব্দ
সবাই পড়তে পারে
অক্ষরজ্ঞান থাকলেই শব্দ পড়া যায়;
উচ্চারন করে কিংবা
বিড়বিড় করে।
নিঃশব্দের শব্দ অক্ষরজ্ঞানহীন
হলেও পড়া যায়
শুধু তীব্র এক অনুভূতির দরকার হয়;
অল্প কিছু মানুষের সেটা থাকে
তারা খুব একা এবং নিঃসঙ্গ হয়।
নিঃশব্দের কাছে
শব্দ আজীবন পরাজিত থাকে
যদিও বাহ্যিক বিষয়ে থাকে জয়ী;
শব্দ জাগতিক বিষয়
নিঃশব্দ অনুভূতিতে ধারন হয়।
শব্দ জগত খুবই ভয়ংকর
মারমুখী, হিংসা বিদ্বেষে
কানায় কানায় পূর্ণ;
নিঃশব্দের তলহীন গভীরতা
ডুবে যার যাবতীয় হিংস্রতা।
শব্দ, মানব দূরত্ব
বাড়াতে বা কমাতে পারে
সম্পর্কের রেগুলেটর বলে যারে;
নিঃশব্দ স্থায়িত্বের দর্শন
অন্তদৃষ্টি এবং অন্তঃশ্রবন।
নিঃশব্দতার শব্দ
ব্যাখাতীত বিষয়;
এখানে বিষাক্ত পৃথিবীর নেই আশ্রয়
শুধু প্রশান্তির প্রশ্রয়
সৃষ্টির এক অবাক বিস্ময়!!
মিরপু,র, ঢাকা
অক্টোবর ১০, ২০২২, সকাল ৭টা