এতোটা দীর্ঘ সময়ের পর;
অনুভব করছি
নিঃশব্দের নিঃসঙ্গ জল ঝরছে কোথাও;
একটা দীর্ঘশ্বাস বাতাসে ভাসছে।
আস্থা হারালে
দেহের গভীরে মৃত্যু নেমে আসে নিঃসঙ্কোচে;
শিরা উপশিরায় অগ্নিদহন
যেন বা, অবশ্যম্ভাবী পরিনতি।
ওইখানে পরিচিত মানুষের ঢল
আনন্দে, উচ্ছাসে, উল্লাসে ভরপুর জীবনপ্রান;
অন্যদিকে, আকাশে জমাট কান্না
ফ্যাকাশে দিন ও রাত্রির কথকতা।
এতো সুর, এতো সঙ্গীত চারদিকে
তবুও, নদীর ক্ষুদ্ধ স্বর ঘুমায় কচুরিপানার নীচে;
কোথাও সবুজ দুর্বাঘাস নেই
ঘাসফড়িং উড়ে বেড়ায় একাকীত্বে, নিঃসঙ্গতায়।
কৈশোর, যৌবনকে নেড়েচেড়ে দেখি
কোথাও একটা ভুল সময়;
অদৃশ্য সুতোর টান
প্রভাবিত করেছিল ঈশ্বরের সিদ্ধান্তকে।
অবশেষে ক্লান্ত বিকেল
শান্ত হয় খুব নীরবে;
নিস্তব্ধ রাত, এগিয়ে চলে, স্নিগ্ধ ভোরের শেষ সীমানায়
জীবনের শব যাত্রার প্রত্যাশা; কল্পনায়।
মিরপুর, ঢাকা
সেপ্টেম্বর ২৩, ২০২২, বিকেল ৫টা