পোড়ানো হচ্ছে
মাছেদের দেহ তামার কড়াইয়ে;
টক সালাদ আর সবুজ সবজি প্লেটে
আড়ালে থাকে মাছেদের কান্না
আহা!! কি সুস্বাদু !!!!
প্রতিটি শিকে একটু একটু
তপ্ত আগুনে
ঝলসে যাচ্ছে চিকেন আত্মা
সন্ধ্যের আড্ডায়
চিকেন ফ্রাই, বটি কাবাব,আহা!!সুখভোগ!!
মধ্য রাতে আলোকিত
ডান্সের ঝমকালো ফ্লোর;
অর্ধনগ্ন, টপলেস নগ্নতার
নির্বোধ উল্লাস;
আহা!! সেদ্ধ করা সভ্যতা!!!
আমাদের হৃদয় সতেজ হয়
সভ্যতার পোড়া গন্ধে;
অর্ধনগ্নতার স্বাধীনতায়
ঠোটের কোণায় লেগে থাকা
কর্পোরেট হাসির জলসায়।
ধর্মজীবি, কর্মজীবি, বুদ্ধিজীবি
সবাই সভ্যতার পাহারাদার;
ভোগের সালাদে সব একাকার।
ট্যালিখাতায় নিমগ্ন একজন নির্বিকার
তথাকথিত আধুনিকতার জবাব মিলবে সবার।
মিরপু,র, ঢাকা
অক্টোবর ৭, ২০২২, সকাল ১০টা