গল্পটা অল্প সময়ে
ঘটে গেলে ভালো হত
পুরো জীবনটা সুরক্ষা পেতো।
এই গল্পটা অল্প সময়েই
ঘটলো ঠিকই
কিন্তু আচড় কেটে দিল বেশ।
আর সেই গল্পটা
একটু একটু করে বড় হল
তারপর হঠাৎ করেই শেষ হলো।
আরও একটা গল্প আছে
জীবনের সমান দৈর্ঘ্য
ছায়ার মতো মিশে আছে
গল্পগুলো নিছক "গল্প"
হলেই স্বস্তি পেতাম
এতোটা পুড়তে হতো না
মিরপুর, ঢাকা
অক্টোবর ২৭, ২০২২, ভোর ৬টা