ঈশ্বরের ক্ষমতা পর্যবেক্ষন করি
তীক্ষ্ণ ভাবে
জীবনের মোহ কেটে গেলে
দেহের অভ্যন্তরে মৃত্যু আসে নীরবে।
মৃত্যু আমার পিতৃপরিচয়ের সমতুল্য
অথচ গোপন রাখতে চাই
ভুলে থাকতে চাই
দাম্ভিকতায়, অহংকারে।
মানুষের পরমায়ু বাস করে
মাংসের দেহে
বিশ্ব সুন্দরী প্রতিযোগীতা চলে নির্বিকারে
অথচ, পৃথিবীর সব কবরস্থান একই রকম সুন্দর।
আমি মৃত্যুর গান শুনি প্রতিরাতে
জীবন ও মৃত্যুর এক সেকেন্ড দূরত্বে
মৃত্যু আসে নানা ভাবে, নানা রূপে
প্রনয়ের চূড়ান্ত অভিঘাতে।
ঈশ্বরের হিসেবে মৃত্যু একবার
কোন কোন, জীবনে আসে বার বার;
ঈশ্বরের সিদ্ধান্ত জন্ম হবে আবার
আমি চাই, এলিয়েনদের সাথে যেন হয় আমার।
মিরপুর, ঢাকা
আগষ্ট ২৮, ২০২২, রাত ১১টা