আমার মৃত্যু হয়নি
কিন্তু আমি নিহত হয়ে গেছি
এটা বুঝতে পারি

প্রশ্ন হলো
কে আমায় নিহত করলো?
কিভাবে নিহত হলাম??

বাইরের কেউ হত্যা করলো আমায় নাকি
ভেতরের আমিই, আমায় হত্যা করেছি

কেন করলাম?
হত্যাকান্ড ছাড়া
আর কোন উপায় কি ছিল না?

আমি তো নিজেকে বড় জানতাম
ভাবতাম
ভেতরের আমি'র চেয়ে বড়

কিন্তু আমি তো, ভেতরের আমি'র
কাছে হারলাম, শেষ পর্যন্ত

তাহলে কে বড়????

মার্চ ১৩, রাত ১০টা
মিরপুর, ঢাকা