আমি তোমাকে
নারী হিসেবে পছন্দ করলেও
মানুষ হিসেবে পছন্দ করি অনেক বেশি।
নারীকে আম জনতা
পছন্দ করবে, সেটাই স্বাভাবিক
আমি সেই ভীড়ে না থাকলেও চলে।
আমি নারীর খোলসের ভেতর
মানুষ দেখতে চাই
দেখতে পারি।
তুমি নারী পরিচয়
উপভোগ করো
মৌমাছির ভীড় তোমার ভীষন পছন্দ।
তোমার সাথে
এক কাপ কফি খেতে চাই
মৌমাছিদের যন্ত্রনায় পারি না।
কোন কফি হাউজ চেনো
যেখানে মৌমাছিদের ভীড় থাকে না, উড়ে আসে না
আমায় ডেকো
আমি অপেক্ষায় রইলাম
মিরপু,র, ঢাকা
অক্টোবর ২৭, ২০২২, সন্ধ্যে ৭টা