মনে হয় “ভালো আছি”
আদতে তো ভালো নেই;
কখনো মনে হয়; ভালো নেই
কেন ভালো নেই, তাও জানা নেই।
পৃথিবীর সবচেয়ে
কঠিন এবং জটিল প্রশ্ন মনে হয়;
সৌজন্যতায় ও ভয় রয়
উত্তরহীন প্রশ্ন; “কেমন আছেন”?
প্রশ্নের ভেতর
প্রশ্নকর্তার প্রত্যাশিত উত্তর লুকানো থাকে;
যদিও প্রত্যাশা পূরন; নাও হতে পারে।
প্রশ্ন আসে বারে বারে।
উত্তরদাতা বিব্রত বোধ করেন
ভালো না থেকেও
“ভালো আছি”, মুখোশ ধারন করেন;
মিথ্যের আশ্রয়ে প্রশ্নকর্তাকে খুশি রাখেন।
“ভালো নেই” বললে
বিপদ বাড়ে; আরো প্রশ্নের ভয়;
কেন ভালো নেই? কি সমস্যা?
প্রশ্নের ভারে, আবারো ভারাক্রন্ত হতে হয়।
প্রায় সবাই, প্রতিদিন
জটিল এই প্রশ্নের সম্মুখীন;
কেউ উতরে যায় নানা কৌশলে
কেউবা এড়িয়ে চলেন মিথ্যের চালে।
সৌজন্যটুকু বাদ দিলে
সব সমস্যার সমাধান;
ভুলে থাকা যায়
ভাল থাকা, না-থাকার প্রশ্নোত্তরের ব্যবধান।
বসুন্ধারা, ঢাকা
নভেম্বর ১৯, ২০২২, দুপুর ২টা