তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করলে
আমার ভীষন কষ্ট লাগে;

কিন্তু এরকম প্রতিশ্রুতি তো
অনেকেই ভঙ্গ করেছে
হরহামেশাই করে থাকে
এর চেয়েও আরো বেশি ভয়ংকর সেসব ভঙ্গ প্রতিশ্রুতি
অথচ
কষ্ট লাগেনা তখন
শুধু ঘৃণাবোধ হয়

তোমার উপেক্ষাগুলো
আমাকে বিমর্ষ করে দেয়;

কিন্তু এমন তো নয়
আগে কেউ কখনো আমায় উপেক্ষা করেনি
করেছে, বহুজনে, বহুবার, নানা ভঙ্গিমায়
কিন্তু তখন খারাপ লাগতো না
ধরেই নিতাম
এটাই স্বাভাবিক
মানুষ এমনই হয়
শুধু তোমার উপেক্ষাগুলো সইতে পারি না

তুমি যখন আমাকে এড়িয়ে, অন্যদের
সাথে হাসিতামাসায় মেতে ওঠো
তখন আমি কষ্টে নীল হয়ে যাই
অথচ
আমার এমন হওয়া উচিত না
এরকম ঘটনা হরহামেশাই ঘটে থাকে
তখন একটুও খারাপ লাগে না
বিষয়টা একটুও ভাবায় না
কেবল তোমার অবহেলা, উপেক্ষাগুলোই
আমি মেনে নিতে পারি না

হুট করেই, কেউ কেউ বলে বসবে
ইহাকেই বলে “ভালোবাসা”
মোটেই তা নয়
কেউ বা বলবে
ইহা একটি “মোহবিষ্ট সময়”
আসলেই কি তাই??

আমি তো কেবল
একজন বন্ধু চেয়েছিলাম!
ভালোবাসা কিংবা মোহবিষ্টতা থাকার সাথে
বন্ধুত্বের সম্পর্কি কি? আছে কোন সম্পর্ক?

একজন নারী এবং একজন পুরুষের
মধ্যে কি বন্ধুত্ব হতে পারে???

এপ্রিল ১৬, ২০২৩, সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা