মগজের সীমাবদ্ধতায়
সাদা কালো আলপনাগুলো
থেমে গেছে নিজ অক্ষে
রঙিন হওয়ার কথা ছিল
সাদা ক্যানভাস ক্রমান্বয়েই
ঝাপসা হতে থাকে
যদিও, কোন আচড় ছাড়াই
ছবিটি পূর্ণতা লাভ করেছে
শুন্যতা ভর্তি করে
আধারের ঘ্রান নীরবে ভাসে
কেবন নিঃশ্বাসের মাত্রা প্রবল হয়
স্পর্শের একটি ঈশারা মৃতপ্রায়
পরম শূন্যতায় তখনো
কি খুঁজি আমি?
মগজের সীমাবদ্ধতায় ঠিকানাবিহীন
নিশানা, আমার পকেটে থাকে
মার্চ ১৮, ২০২৩ রাত ২টা
লঞ্চ কেবিন, পটুয়াখালি যাত্রাপথে