রক্তচাপের গতি থাকে
অদৃশ্যে
আমার মন তোমার সাথে
নিভৃতে।

স্বপ্ন গড়ায় সময়ের সাথে সাথে
একত্রে
নীরবতা আক্রান্ত হয়
একাকীত্বে।

তোমার চলে যাওয়া সত্য হয়
বাস্তবে
আমার ফিরে আসা নির্দেশ দেয়
গন্তব্যে।

তুমি নেই বললে
মিথ্যে বলা হবে
তুমি আছো বললে
ভুল হবে।

মিথ্যে, ভুল, সত্য কিংবা
অসত্য
মানুষের সাধ্য কি বোঝা
দার্শনিক নিগূঢ় তত্ত্ব ।


মিরপু,র, ঢাকা
অক্টোবর ১১, ২০২২, সকাল ৭টা