জীবনের অন্য নাম "বৈচিত্র্যপুর"
সুখ দুঃখ আনন্দে ভরপুর;
মডেল আর প্যাটার্নের সমাহার
কিংবা বিষাদ, দহনে একাকার।
বিবাহিত, ব্যাচেলর, বিধবা
কিংবা বিপত্নীক;
বিচ্ছেদে, সেপারেশনে
আধুনিক যুক্তিতে, সবই যৌক্তিক।
বিত্তের ভারে ধরন উল্টায়
ম্যাচিং না হলে, সংগী পালটায়;
নিম্নবিত্ত একই সমস্যায় চুপ রয়
সেলিব্রেটিদের মাথা ব্যাথা নয়।
বিবাহিত জীবনে, ব্যাচেলর যাপন
ইউনিক মডেল, একাকীত্ত গোপন;
একই ছাদের নীচে বসবাস
কখনো মনের অজান্তে দীর্ঘশবাস।
বিচ্ছেদে, সেপারেসনে
সামাজিক চাপ, পারিবারিক চাপ;
নিজেদের আনন্দে জন্ম নেয়া
শিশুর কষ্ট, ভয়ানক পাপ।
অগত্যা, ইউনিক মডেলই আশ্রয়
ধর্মে নেই এর প্রশ্রয়;
নিজেকেই নিজে বিসর্জন
যদি কিছুটা হয় পাপ মোচন।
মিরপুর, ঢাকা
আগষ্ট ৩১, ২০২২, বিকেল ৫টা