কথাগুলো জমে বরফ
হয়ে গেছে;
হারিয়ে যাবার ভয়ে
ফ্রিজে লুকিয়ে রেখেছিলাম।
এখন দেখছি, ধীরে ধীরে
কথাগুলো বাস্প হয়ে যাচ্ছে;
তাই ডায়েরির পাতায়
যত্ন করে লিখে রাখছি।
কেউ একজন লুকিয়ে
কথাগুলো দেখে নিতে চাচ্ছে;
গোপন করার জন্য
মধ্যরাতে গিলে ফেলতে হচ্ছে।
কথাগুলো গোপনই থাক
কথার সংক্রমন থেকে মানুষ মুক্তি পাক;
কথাগুলো মুখোশের আড়ালে
সুখেই থাক।
কথাগুলো আত্মার মতো
আমার সাথেই থাকে;
সময়ে অসময়ে দেখা মেলে
আমি তখন থাকি ঘুর্ণিপাকে।
মিরপুর, ঢাকা
সেপ্টেম্বর ১, ২০২২, ভোর ৬টা