কেউ কেউ
মৃত্যুর জন্য অপেক্ষা করে
অপেক্ষার সময়টুকুই বেচে থাকে
এবং নির্মোহ থাকে
কেউ কেউ
মৃত্যু ভয়ে কম্পিত থাকে
কম্পমান হৃদয়েই বেচে থাকে
এবং গুটিয়ে থাকে
কেউ কেউ
মৃত্যুকে নিয়ে উপহাস করে
ভোগের নিমিত্তেই বেচে থাকে
এবং বস্তবাদী হয়ে ওঠে
কেউ কেউ
মৃত্যুকে নিয়ে সন্দেহ করে
জীবনের ভেতরেই ঘুরে বেড়ায়
এবং বেহিসেবী হয়
কেউ কেউ
জন্ম মৃত্যুর মাঝে ঈশারা খোজে
সৃষ্টির পথ পরিক্রমায় হাটে
এবং সংযমী থাকে
মিরপুর, ঢাকা
অক্টোবর ২২, ২০২২, ভোর ৬টা