বেশ কিছুদিন থেকেই
একটা কষ্ট পর্যবেক্ষন করছিলাম
ক্ষনে ক্ষনে তার রূপ বদলায়
গতি প্রকৃতির ভিন্নতা পায়
মিলিয়ে যায় না
মানুষের সুখগুলো, উচ্ছাসগুলো
উপভোগের পর মিশে যায়
উদযাপনে দীর্ঘস্থায়ী হয়
কষ্টগুলো রূপান্তর হয়
মিশে যায় না
চক্রাকারে আবর্তন করে
জীবনের কক্ষপথে
এপ্রিল ৩, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা