ক্ষতটা তো সারতে
একটু সময় নেয়
হঠাৎ আঘাতটা মানা অতো সহজও নয়।
আঘাত যখন কষ্টে রূপ নেয়
কষ্ট থেকে একাকীত্বের এবং
তারপর ক্রমান্বয়ে দহনে!!!
অন্তর্দহন ব্যাপারটা দারুন দাহ্য
নিজে পোড়ে
অন্যকে পোড়ায়; একটু সন্দেহ থাকে বৈকি!!
তবে ধীরে-নীরবে-অগোচরে।
আপাত দৃষ্টিতে শুধু মনকে পোড়ায় বলে মনে হলেও
আসলে সে পোড়ায়
আশা, আকাঙ্ক্ষা, সুখ, সুখ-চিন্তা,
আহার-নিদ্রা এমন কি দুঃখকেও।
কলিজা পোড়া একটা গন্ধে
আয়ুটুকু ভেসে বেড়ায় জীবনের রন্ধ্রে রন্ধ্রে।
মিরপুর, ঢাকা
অক্টোবর ৩, বিকেল ৫টা