[আসরে সদস্য হবার ৫ বছর পূর্ন হলো, কবিতার পাতায় ৮০০তম নিবেদন)
উপন্যাস কিংবা ছোট গল্প;
অনেকে একবার পড়েই
যত্ন করে বুক শেলফে রেখে দেয় বই
আমি সে রকম মানুষ নই।
কবিতা পড়তে হয় বারবার
হয়তো একই কবিতা;
ভিন্ন ভিন্ন দিনে অন্তত, একবার
নিশ্চিত খোঁজ পাবে আমার।
দেবলীনা
তোমার দেয়া বই উপহারে
প্রথম পৃষ্ঠায় লিখেছিলে;
এখন আমি কবিতা পড়ি
দাঁড়িয়ে থাকি সেই একই স্টেশনে।
কবিতা পড়তে হয় বারবার
লিখতে হয় একবার;
একটি কবিতা সেদিনও, ছিল আমার
আজও পড়ি দিনে কয়েকবার।
দেবলীনা
বলেছিলে, কবিতায় রহস্য থাকে
মৃত্যু অবধি;
কবিতা পড়তে জানলে
প্রেম মরে না চট জলদি।
কাক ডাকা ভোরের স্টেশনে
পড়ন্ত বিকেল থেকে সন্ধ্যের আগমনে;
আমি একটি কবিতার স্পর্শ পাই
এক অন্য পৃথিবী তোমার, তুমি জানো না আমি কি পাই!!!
মিরপুর, ঢাকা
সেপ্টেম্বর ১১, ২০২২, ভোর ৫টা