আলোচনার পাতায় অনেকেই লিখছেন, আগে লিখতেন কিন্তু এখন লিখা হয়ে উঠছে না, সবার কাছেই প্রস্তাবনা। আমরা কি এমন করতে পারি, বিচ্ছিন্নাভাবে আলোচনার ইস্যু ঠিক না করে, না লিখে, পরিকল্পিতভাবে আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়া। একটা প্রস্তাবনা রাখলাম।
প্রতি ২ মাস ধরে একটি নির্দিষ্ট বিষয় নিয়েই লিখলাম, পড়াশুনা করলাম, অন্যের লিখায় মন্তব্য লিখলাম, লিখাগুলো প্রবন্ধ আকারেই লিখলাম (রেফারেন্স সহ), তারপরে, পরের ২মাস অন্য ইস্যু। এভাবে বছরে ৬টি ইস্যু নিয়ে একাধিক ভালো লেখা/প্রবন্ধ হতে পারে। বছর শেষে/দুবছর পর সবগুলো প্রবন্ধ/লেখা লিয়ে গ্রন্থ প্রকাশনা করলাম। একটি ইস্যুতে একাধিক প্রবন্ধ হতে পারে।
সবাই আগ্রহী হলে, আমি দায়িত্ব নিতে পারি, সংকলন, সম্পাদনা এবং প্রকাশনা কাজে। একটি উদাহরন-
১। কবিতা এবং আধুনিকতা (অক্টোবর-নভেম্বের, ২০২২)
২। কবি, কবিতা এবং পাঠক-বিচ্ছিন্নাবোধে আক্রান্ত (ডিসেম্বর ২০২২-জানুয়ারী ২০২৩)
৩। কবিতা-ছন্দ এবং রূপকতার টানাপোড়ন (ফেব্রুয়ারী-মার্চ ২০২৩)
৪। কবিতা এবং জীবন দর্শন (এপ্রিল-মে ২০২৩)
৫। ...... (জুন-জুলাই ২০২৩)
৬। --(অগাষ্ট-সেপ্টেম্বর ২০২৩)
অন্যান্য ইস্যুও হতে পারে, এখানে কেবল কিছু উদাহরন দেয়া হলো।
সবাইকে শুভেচ্ছা