ছেলেটিকে তার এক বন্ধু পাঞ্জাবী গিফট করেছে
মেয়ে নাকি ছেলে বন্ধু?
মেয়ে বন্ধু!
শুরু হল সন্দেহের বীজ বোনা;
কেনই বা সত্যিটা বলে ফেললাম
চুল ছিড়তে ছিড়তে সামলে নিলাম!!
এক বছর পর
এবার অন্য কারো গিফট;
জিজ্ঞাসায়, প্রতিউত্তর ছেলে বন্ধু;
কোন সমস্যা নেই, দিব্যি চলছে!!
-----------
সব কথা বলতে নেই;
কিছু মিথ্যে সত্যের চেয়ে ভাল;
কিছু কথা গোপন রাখা
সম্পর্কের আলো;
সত্যের চেয়েও মিথ্যের শক্তি
কখনো অনেক গুন বেশি;
জীবন দর্শন চর্চায়
যখন মানুষ হয় বেহিসেবী।
মিরপুর, ঢাকা
সেপ্টেম্বর ২৬, ২০২২, সকাল ৭টা