আলোকিত দিনের শেষে
অন্ধকার ঘনিয়ে আসে প্রতিদিন
শরীর সঙ্গ চায় ভাবনার সাথে
আমি থাকি না সেখানে
অব্যহতি নেই সময় থেকে
আধারের জানালায় নিস্তব্দতার শব্দ শুনি
দেয়ালের ওপাশে
কারো নিঃশ্বাস টের পাই
ভালোবাসার দামে কেনা
জীবনে আমি একাই থাকি
কেউ থাকে না আমার পাশে
শ্রবন দূরত্ব পথেও শব্দহীন সময়ের আনাগোনা
স্বল্প দূরত্ব, তখনো
সোডিয়াম লাইটের আলো জ্বলে
নিঃশ্বাসের নিয়ম ভেঙ্গে
থমকে থাকি, নিস্পলক চোখে দেখি
কেউই থাকে না পাশে
মার্চ ১৮, ২০২৩ রাত ২টা
লঞ্চ কেবিন, পটুয়াখালি যাত্রাপথে