কেউ কেউ এসে আবার ফিরে যায়
হয়তো যাবার জন্যই আসে;
প্রয়োজন ফুরোয়
ভালো লাগা ফিকে হয়
ফিরে যাবার বাহানা তৈরি করে
ধীরে ধীরে এগ্রেসিভ হয়; আচরন
আরো মারমুখী হয়
ম্যাসেঞ্জার বক্সের সবুজ আলো
তখনো থাকে
শুধু কথা আদান প্রদানের
প্রয়োজন অনুভব হয় না
গুড মর্নিং, গুড নাইট
কিছুই বলা হয় না, প্রয়োজন থাকে না
প্রয়োজনের বাইরে কিচ্ছু নেই
বস্তগত প্রয়োজন যেমন থাকে
ভালোলাগা, মোহ কিংবা ভালোবাসা
এগুলোও প্রয়োজনের মধ্যেই পড়ে
মানুষ তার স্বার্থ ছাড়া
কিচ্ছু করে না
আমি, তুমি, আমরা
গায়ের জোরে এর বাইরে থাকতে চাই
ভিন্নতা প্রদর্শন করি
নিজেকে উদার, ভালোমানুষ ভাবাতে চাই
কখনো পারি
কখনো নিজের অজান্তেই মুখোশ বেরোয়
অথচ
আমি স্বার্থপরই থাকতে চাই
ভালোলাগার স্বার্থপরতায়
কাছে কিংবা দূরে
সরবে কিংবা নীরবে
আমি এমনই আমাকে চাই
জুন ২৮, ২০২৩ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা