যমজ সন্তানের মতো
হারিয়ে ফেলেছি শৈশব ও শৈশব বিকেল;
মরে গেছে রোদের প্রতিভা
বৃষ্টির বিষাদেরা কান্না হয়ে ঝরে।
মায়াবী চাঁদ দখল করে রাখে
বিষন্নতা আর অতীত ছায়া;
নীরবতা ভর করে নীরব দুপুরে
ঘষাচাঁদ কেবলই লুকোচুরি খেলে।
তোমার নীরব শুভ্রতা, আর
প্রথম বিশ্বাসের গভীরতায়;
লাজুক রঙ তুলি
ক্যানভাসের অর্ধেকটাই এঁকে ফেলেছে।
শরীরের ভাঁজে ভাঁজে
মনের গহীন কোনে;
গোপন বৃষ্টির সুসংবাদের অপেক্ষাগুলো
আজও প্রতিক্ষারত।
বলেছিলাম এসো স্নান করি
শুদ্ধতায় পরিশুদ্ধ করে তুলি নিজেদের;
ক্যানভাসের বাকী টুকুর হাতছানি
তুমি জান না, আমার অপেক্ষা কতোখানি।
মিরপুর, ঢাকা
অক্টোবর ২৫, ২০২২, সকাল ১১টা