কাকে তুমি প্রতিবন্ধি বলো?
তাদের কিছু প্রাকৃতিক সীমাবদ্ধতা
নিজেরা তৈরি করে রাখো প্রতিবন্ধকতা;
তাদের বলো প্রতিবন্ধি, কিসে তোমাদের যোগ্যতা
তোমাদের আছে জ্ঞানের জন্মান্ধতা।
কাকে তুমি প্রতিবন্ধি বলো?
ঈশ্বর, ভগবান, আল্লাহ কিংবা একক সত্ত্বা
আছে কি সেথায় আস্থা?
যদি মান্য করো মানবতার নীতিমালা
তবে কেন, প্রতিবন্ধি তকমার খেলা?
কাকে তুমি প্রতিবন্ধি বলো?
একবার সুযোগ তৈরি করে দাও;
যাদের প্রতিবন্ধি বলো
প্রতিবন্ধকতা দূর করে, যোগ্যতার পরীক্ষা নাও;
তবে কেন হেরে যাবার ভয় পাও?
কাকে তুমি প্রতিবন্ধি বলো?
মানুষ কখনো হয় না প্রতিবন্ধি
তারা হয় ভিন্নতায় প্রতিদ্বন্দ্বী;
সমান এবং সমতায় করো সন্ধি
নিজেকে মুক্ত করো, মন ও মগজে আছো এখনো বন্দী!!
কাকে তুমি প্রতিবন্ধি বলো?
এখনো সময় আছে হাতে
চলো সবাই একসাথে চলি সমতার মতে;
সহযোগীতা করি সীমাবদ্ধতায় থাকা
মানুষ; যেন পারে উঠে দাঁড়াতে।
চলো তবে; প্রতিজ্ঞায় থাকি
সীমাবদ্ধতায় থাকা মানুষকে নিজের পাশেই রাখি
সব সময় মানুষকে “মানুষ” ভাবতে শিখি
ভিন্ন নামে আর না ডাকি।
মিরপুর, ঢাকা
আগষ্ট ২৯, ২০২২, ভোর ৬টা
''সহমর্মিতার সংবেদন''