কোন কোন জীবনে
অনেক ‘যদি’ থাকে;

যদি, তুমি আমার হাত ধরে
নিয়ে যাও বহুদূর

যদি, তুমি স্বপ্ন হয়ে আমার
ঘুম রাঙিয়ে দাও অনেকদূর

যদি, তুমি আমায় কাছে ডাকো
রোজ রোজ

যদি, তুমি আমায় হারিয়ে দাও
ভালোবাসায় প্রতিদিন

যদি, তুমি একসাথে
বৃষ্টিতে ভেজার বায়না ধরো

যদি, তুমি জ্যোৎস্না রাতে
ছাঁদ বাগানে একসাথে কফি খেতে চাও

যদি, তুমি ভুলগুলো ভুলে যাও
বার বার

যদি, তুমি ফিরে আসো
আরেক বার
……………
এতগুলো ‘যদি’ দিয়ে
জীবন হয় না;
বড়জোর স্বপ্ন হতে পারে!!!

ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা