আমরা বাংলা ভাষায় যখন কবিতা লিখি, কবিতা নিয়ে আলোচনা, সমালোচনা করি, তখন ঘুরে ফিরে, কবিতার কন্টেন্ট অপেক্ষা গ্রামার নিয়ে বেশি আলোচনা হয়। কবিতার ছন্দ, অক্ষরবৃত্ত, অন্তমিল ইত্যাদি ইত্যাদি। বাংলা কবিতার গ্রামার নিয়ে যতো আলোচনা হয়, অনেকেই মতামত দিয়ে থাকেন, কবিতার গ্রামার জানতেই হবে, যদিও আমার ভিন্ন মত আছে।
ইংরেজী ভাষায় (কিংবা অন্য ভাষার) কবিগন তাদের ভাষায় কবিতা লিখতে কি ধরনের গ্রামার ব্যবহার করেন অর্থাৎ অন্য ভাষার (বিশেষ করে ইংরেজী ভাষা) কবিতার গ্রামার সম্পর্কে কেউ কি কিছু লিখতে পারেত, কবিতা আসরের আলোচনার পাতায়?
আমার খুব জানার আগ্রহ, অন্য ভাষার কবিতার গ্রামার সম্পর্কে।