জন্ম হয় মৃত্যুর প্রশ্নকে
সামনে রেখেই;
মিথ্যেগুলো গ্রহনযোগ্য করে তোলে
সত্যকে জানে না বলেই।
আমরা “জানি না” বলতে ভয় পাই
মূলত ভয়টা যিনি জানেন তাকেই;
অজানাকে ভয়
সত্যকে অনুভব করার ভয়।
ঈশ্বর, দেখতে পান কিনা, জানি না
কোথায় থাকেন, জানি না
আকার কেমন, তাও জানি না
পৃথিবীর অনেক কিছুই জানি না, কিন্তু মানি।
আমি বিশ্বাস করি
আমার হাত, পা, চোখা আছে
এভাবে বলি না;
আমি জানি, আমার হাত, পা, চোখ আছে।
জানাটা বিজ্ঞান কিন্তু স্থির না
আজ যা কিছু সত্য
কাল অন্য কিছু সত্য, আজকেরটা মিথ্যা
অজানাটা বিশ্বাস, স্থির এবং অপরিবর্তনীয়।
বিজ্ঞান বনাম ধর্ম
বিশ্বাস বনাম অবিশ্বাস
সকল অবিশ্বাসও একটি বিশ্বাস
গোলক ধাধার চেয়ে স্থিরতা ভালো।
আমি বিশ্বাসী কিন্তু
অনেক কিছুই জানি না;
আমি বিজ্ঞান মনস্ক, তবুও
অনেক কিছুই জানি না।
জানা যেমন শক্তি উৎস
অজানা কিংবা না-জানাও শক্তিরই উৎস ।
মিরপু,র, ঢাকা
অক্টোবর ১১, ২০২২, সকাল ৭টা