পালবাহী জাহাজের অন্ধ খালাসী
গন্তব্যে পোঁছার আপ্রান চেষ্টা করে;
নিশানা ঠিকই ছিল
জাহাজ চালোনার দক্ষতাও ছিল;
কিন্তু সমুদ্র দেবী একদিন তাকে
অন্ধ করে দিলো।
দূরবীন দিয়ে সে
দূরে টানেলের ভেতর দিয়ে আলো দেখার মতো
নুতন বন্দর দেখছিলো;
সমুদ্র দেবী ভুল ভাবনায় তাড়িত হলো
প্রসঙ্গতঃ বন্দরে একজন নারী ছিল;
গন্তব্যে দিগভ্রান্ত হচ্ছে ভেবে, ক্ষোভে তার অভিশাপ দিলো
বুড়ো ঈশ্বর আগের মতো
বিচারিক ক্ষমতায় সূক্ষ্মতা হিসেব করতে পারে না
সমুদ্র দেবীর অভিশাপ কবুল করে নিলেন।
অন্ধ খালাসী
কি করে জাহাজ তীরে ভেড়াবে
জাহাজে শিশুসহ আরো যাত্রী আছে;
তাই নিয়েই ভাবনা!!
মিরপুর, ঢাকা
সেপ্টেম্বর ১৮, ২০২২, ভোর ৬টা