নিশ্চুপ আকাশ
দুঃখ কষ্টে বুড়ো হয়ে গেলো;
সূর্য্য তার জীবন সঙ্গী চাঁদ
দায়িত্ব পালন করতে করতে
তারাও বুড়ো হয়ে যাচ্ছে;
কেবল ইবলিশ প্রতিনিয়ত
যুব হচ্ছে, নুতন উদ্দ্যমে কাজ চালিয়ে যাচ্ছে।
শোন যুবক
ইতিহাস পেছনে ফেরে না
বারবার লেখা হয়
কিন্তু, পুনরাবৃত্তি হয় না।
নুতন ইতিহাসের জন্ম হয়, কিন্তু
ইতিহাসের সম্পাদনা হয় না;
ইতিহাস ভবিষ্যত নির্মানের যোগ্যতা রাখে
যদি প্রকৌশলীর নির্মান শৈলী জানা থাকে।
ইতিহাসের জানালা খোলা থাকে
তুমি দেখতে পাও না;
ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে
তোমার জীবনে;
তুমি জানালা বন্ধ রাখো
নির্মান শৈলীতে তুমি অদক্ষ;
তুমি বিশ্বাস করে ঠকে যাও
উপকার করে অতৃজ্ঞতার শিকার হও।
ভুলগুলো ভুলই থেকে যায়
বার বার ভুল হয় তোমার
একই ভুল বারংবার;
নুতন প্রজন্মের ইতিহাস
ভিন্নভাবে রচনা হবে;
তোমায় ওরা ক্ষমা করবে না
তৈরী থেকো
ভুলের প্রায়শ্চিত্ব ধেয়ে আসছে, নিকটেই।
মিরপুর, ঢাকা
অক্টোবর ২৪, ২০২২, রাত ১২টা