মানুষ মানুষকে ঠকাতে পারে
ভুলে যেতে পারে
অবহেলায়, উপেক্ষায়
তিরস্কার করতে পারে;
ঈশ্বরের একটাই অক্ষমতা;
এই কাজটা করতে পারেন না।
মানুষ মানুষের প্রতি
অন্যায় করতে পারে
অবিচার করতে পারে
হিংসা, ঘৃনায় ছুড়ে ফেলতে পারে;
ঈশ্বরের এটাও অক্ষমতা;
এসব কাজ ঈশ্বরকে দিয়ে হয় না।
মানুষ মানুষকে
ভালোবাসার ফাঁদে ফেলতে পারে
সম্পর্কের জালে বাঁধতে পারে, অভিনয় করতে পারে
নৃশংস হতে পারে, এমনকি
দহনে পোড়াতেও পারে;
ঈশ্বর এসব কিছুই পারেন না
এটাও ঈশ্বরের অক্ষমতা।
সর্বক্ষমতাধর ঈশ্বরেরও থাকে কিছু অক্ষমতা!!!!
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা