হাড়ের আড়ালে আড়ালে
জমা থাকে বাক্যহীন কথাগুলো
কখনো বা হাড়ের ভাজে থেকে বেজে উঠে ব্যাথার সুর
আচড় কাটে দিনলিপিতে
শ্রীহারা সময়ে নিশ্চুপতা ভীড় করে
অতীতের চোরাবালিতে ব্যাকুল চাহনি
পিপড়েরা টেনে নিয়ে যায় সবুজ বর্তমানকে
অথচ, সক্ষমতা; পরাজিত হয়
গনিতের সমীকরন ফোকাস হারায়
উজ্জ্বল শহরের আবছা অন্ধকারে ;
এলোমেলো হয়ে যায় প্রতিদিন
নিরন্তর প্রচেষ্টাগুলো গুমরে কাঁদে তখনো
আমি অবিরাম চেষ্টা করি
হাড়ের ভাজ থেকে কথাগুলো টেনে বের করতে
এখনো চেষ্টাই করি
মার্চ ১৮, ২০২৩ দুপুর ২টা
মিরপুর, ঢাকা