আমার ভীষন কষ্ট হয়;
রাত জেগে
হাটতে, হাটতে, বিষন্ন মনে
কখনো বা অন্নমনস্কতায়
নিবিড় মনোযোগে
আমার কাঠামো তৈরি করেন একজন কবি।
আমার ভেতর রহস্যময়তা
না বলা কথাগুলো
দহনের তাপে পোড়া গন্ধগুলো
উল্লাসের জবানবন্দী কিংবা
প্রেম বিরহের প্রতিকল্পগুলো
পরম যত্নে শব্দে শব্দের ভাজে ভাজে গেথে রাখেন।
দীর্ঘ সাধনা
সময়ের অপচয়
মেধার তীক্ষ্ণ ব্যবহার
শব্দ কামারের খাটূনি
এবং কল্পিত রূপ ও অন্তর্দৃষ্টি
এগুলোই রেসিপি, এভাবেই আমার জন্ম।
কত সহজ স্বাধীনতা
পেয়ে যায় পাঠক!!”
তুচ্ছ, তাচ্ছিল্যে, দায়সারা মতামত
না দেখার ভান করা
“কাকের চেয়ে কবি বেশি”, তীর্যক মন্তব্য
অথচ আমাকে “ভূমিষ্ট” করার যন্ত্রনা কেবলই একজন কবির।
কত সহজে মানুষ
অবহেলা করতে পারে আমায়!
উপেক্ষায়, অমর্যাদায় ক্ষত বিক্ষত
করতে পারে আমার শরীর প্রতিনিয়ত!
মানুষের কবিতার প্রয়োজন হয় না
কবিতার কেন মানুষের প্রয়োজন হয় ??
একটা সিগারেট শলাকার
দাম পনর টাকা
একটি কাব্যগ্রন্থের একশত কবিতা
দুশত টাকা মাত্র!
একটি কবিতার মূল্য দু টাকা মাত্র!!
সান্তনা পাই, কবিতার নাকি কোন দাম হয় না, এটা ভেবে।
আমার খুব কষ্ট হয়
নিজের জন্য না হলেও
কবি’র জন্য, কাব্য প্রতিভার জন্য
কেন মানুষকে কবিতা শোনাতে হবে?
কবিতা পড়ে কে কবে মানুষ হয়েছে?
কে কবে বিদ্রোহী হয়েছে?
মিরপু,র, ঢাকা
অক্টোবর ৯, ২০২২, সকাল ১০টা