এক কাপ চা খেতে চাই
                    -সরদার আরিফ উদ্দিন


শুধু  এক  কাপ  চা  খেতে চাই
নির্বিঘ্নে, নির্ভয়ে আর নিরাপদে,
সাথে পত্রিকা চাই, ধর্ষণ নিউজ বাদে
বিচারহিনতায় কেউ যেন আর  না কাঁদে ।

শুধু  এক  কাপ  চা  খেতে চাই
নিশ্চিন্তে আর প্রশান্ত মনে, খুব সকালে,
সতেজতা চাই, কাজ কর্ম যায় না যেন বিফলে
নির্বিঘ্নে বাড়ি ফিরতে চাই, পড়ন্ত বিকেলে ।

শুধু  এক  কাপ  চা  খেতে চাই
রবিন্দ্র সঙ্গীত আর নজরুল গীতি শুনতে শুনতে,
লালনের বানী শুনি হৃদয়ে, কান পেতে
সময়ের অপচয়, অহেতুক বিতর্ক রাতের টকশোতে ।

শুধু  এক  কাপ  চা  খেতে চাই
বুক ভরা আশা ভরসায়, জীবন ত মাত্র একটা,
নোংরা রাজনীতি মুক্ত হবে একদিন এ দেশটা
ভাবনাহীন  আগামীকালের অপেক্ষা,  তখন ঘড়িতে রাত ১২ টা ।
                                                                 ---১১.০৮.২০১৭