কতদূর যেতে হবে আরও
আর কত টা গভীর হলে
তোমার মৌনতা ভাঙবে
অভিমান বরফ গলে জল হবে?
বৌদ্ধমুর্তির ধ্যানমগ্নতা
নির্লিপ্ত প্রেম
আর কতকাল অপেক্ষা করবে
লুকোচুরির প্রত্নতাত্মিক সভ্যতা কখন ভাঙবে?
ওইখানে দীর্ঘশ্বাসে বাতাস ভারী
সম্মোহনে মন্ত্রমোহে অপেক্ষাগুলো
ঘুমিয়ে আছে নির্জীব হয়ে
ঘুনে ধরা শরীরে শিহরণ অবশিষ্ট
পূনর্বার অংকুরিত হউক
সৌম্য শান্ত আকাংক্ষা
স্নানঘরে ধুয়ে যাক ভুলের আবর্জনা
প্রাচীন নগরীতে গড়ে উঠুক নুতন শহর।
পুরনো দংশনের পাটাতনে
নুতন আহ্বান
দৃশ্যমান জগত ধবংস হবার পূর্বেই
এসো নুতনের সন্ধান করি।
লঞ্চ ভ্রমন/ঢাকা টু বরগুনা
অক্টোবর ১৫, ২০২২, রাত ৮টা