আলোচনা ২১
খুবই সাধারন একটি বিষয় নিয়ে ‘টেনশন’ কাব্য রচনা করেছেন কবি মোজাহিদ কিন্ত তারপরও আলোচনার দাবী রাখে। মানব প্রজন্মের শুরুতে যেমন টেনশন ছিল, আজও আছে আবার ভবিষ্যতেও থাকবে, টেনশন মানব জীবনের একটি অনিবার্য অংশ এবং কোন মানুষই টেনশন থাকে মুক্তি পায়নি, ভবিষ্যতেও পাবে না। অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত মানুষের টেনশন এর মুল কারন বিশ্লেষণ করলে মোটা দাগে কয়েকটি বিষয় উঠে আসে যেমনঃ কোন কিছুর অভাব, সম্পর্কের অবনতি, বেকারত্ব, চাওয়া পাওয়ার মধ্যকার ব্যবধান ইত্যাদি কিন্তু আলোচ্য কবিতায় কবি টেনশন এর ভিন্ন একটি রূপ উপস্থাপন করেছেন যা সাম্প্রতিক সময়ে টেনশনের একটি নুতন কিন্ত প্রায় সার্বজনীন উপাদান, বিশেষত শহুরে জীবন যাপনে ।
অর্থনীতির চিরাচরিত সুত্র চাহিদা এবং প্রয়োজনকে ছাড়িয়ে আমরা এখন ভোগবাদী যুগে প্রবেশ করেছি। কর্পোরেট সংস্কৃতি আমাদের প্রতিনিয়ত দৌড়ে বেড়াচ্ছে, প্রতি সেকেন্ডে কানে মন্ত্র দিচ্ছে, ভোগ ছাড়া জীবন অচল, ভোগই জীবন, ভোগ বিহীন জীবন জিন্দা লাশ সমতুল্য ইত্যাদি ইত্যাদি। তাই আমরা সামর্থ্যকে ছাড়িয়ে ভোগের নিত্য নুতন উপদানে ঝুকছি, সামর্থ্য না থাকলে ক্রেডিট কার্ড এর ব্যবস্থাও করে রেখেছে কর্পোরেট দুনিয়া।
ঋণ বা ধার নেয়া এক সময় প্রচলন ছিল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে কিন্তু সেটাও ছিল খুব নেহায়াত বিপদ কিংবা খুবই প্রয়োজন সাপেক্ষে অন্যথায় বাঁকা চোখ পেছনে থাকতো, ঋণ গ্রহণকারীকে বেহিসেবি চরিত্রের ভাবা হত যার সামাজিক গ্রহণযোগ্যতা কমই ছিল কিন্ত বর্তমান কর্পোরেট দুনিয়ায় ঋণ নেয়া একটা গর্বের বিষয়, সারাজীবন ধরে ভোগও চলে আবার ঋণ পরিশোধের তাগিদও থাকে। আজকাল মানিব্যাগ কিংবা পার্স এর মধ্যে একাধিক ব্যাঙ্কের ক্রেডিট কার্ড না থাকাটা অ-আধুনিক, ডেবিট কার্ড ব্যবহার না জানা মানেই হোল পিছিয়ে পরা জনগোষ্ঠী, গ্রাম্য ইত্যাদি। ফার্স্ট ফুড দোকানে নিয়মিত যাওয়া আভিজাত্যের প্রতীক, নুতন মডেল এর মোবাইল সেট হাতে না থাকলে সমাজে ইজ্জত থাকে না। এসবই খুব সম্প্রতিক সময়ের টেনশনের মুল কারন। কবি খুব মজা করে তাই লিখেছেন-
ছেলে খাবে পেপসি
ফ্রাইড্ চিকেন কেএফসি,
মেয়ে ধরেছে বায়না
কিনতে যাবে গয়না।
সামর্থ্যকে বিবেচনায় রেখে এখন আর জীবন চলে না, আধুনিক হওয়া যায় না। সামর্থ্য যাই থাক, নুতন নুতন চাহিদা পুরন করতেই হবে, প্রয়োজনে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। তাই উপার্জনকারী ব্যক্তি এই আধুনিকতার সাথে তাল মেলাতে আর কেএফসিতে বিল দিয়ে গিয়ে দিনে দিনে টেনশন এর মাত্রা বাড়িয়েই চলেছেন, এর থেকে মুক্তির আর কোন উপায় নেই। তাই কবি বলেন-
আমি কাঁপছি বিষন জ্বরে,
পকেট আমার শুন্যের ঘরে কিংবা
ব্লাড প্রেসার হাই হয়েছে,
বাঁচার স্বপ্ন বাই হয়েছে”
বর্তমান সময়ে মানুষ অনেক বেশী হাইপার টেনশনে ভোগে তার প্রধান একটি কারন হোল ‘ভোগবাদী জীবনাচরণ”, যা কবিতার মুল বক্তব্য। চমৎকার একটি কবিতার মাধ্যমে কবি সবাইকে সতর্ক থাকার জন্যই এই কবিতাটি রচনা করেছেন। কবির জন্য শুভেচ্ছা রইলো ।