অর্থবিত্তের দাপট
ক্ষমতার দম্ভ এবং
খ্যাতির অহংকারী মানুষগুলো
বুকে একটি ঈগল পুষে রাখে;
মানুষের যকৃত ছিঁড়ে ছিঁড়ে খায়
ছিন্ন ভিন্ন করে দেয় ফুসফুস;
মৃত্যুর আগেই পেয়ে যার স্বর্গের স্বাদ।।
গুটিকয়েক পূন্যবান মানুষ
প্রতিদিন একটু একটু করে
ছিপছিপে সাকো পাড়ি দেয়;
যেতে যেতে পাপের বোঝা ফেলে
একটু হালকা হয়;
অনেকটা পথ তখনো বাকী রয়।
অধিকাংশ মানষ
খুব করে স্বর্গে যেতে চায়
কিন্তু মৃত্যুকে ভয় পায়
দ্বিধাগ্রস্থ মন!!
পাগলপ্রায় ছুটোছুটি থাকে
হোচট খায় জীবনের প্রতি বাঁকে
তবুও একটি ঝাপসা ছবি প্রতিদিন আঁকে।
স্বাধীনতা, মুক্তি দুটি ঘুর্ণিপাক
সাম্রাজ্যবাদ নিপাতযাক
গনতন্ত্র মুক্তি পাক;
শ্লোগানা শ্লোগানে নারীবাদ
স্বপ্নচালিত ঘোড়ায় সোওয়ার
দিগন্তজুড়ে বিশাল প্রশ্নবোধক চিনহ;
নিরুপায় নির্বোধ মানুষ
দ্বিধাগ্রস্থ মৃত্যু অবধি
অবশেষে প্রার্থনা মুক্তি মেলে যদি।
মিরপু,র, ঢাকা
অক্টোবর ১০, ২০২২, সকাল ৭টা