তোমার বুদ্ধিদীপ্ত চোখ
আমার আছে অর্থময় হয়ে ওঠে;
অথচ আমি থাকি
তোমার দৃষ্টিসীমার বাইরে।
তোমার অহংকারী জিহ্বার
আঘাতে আঘাতে;
আমি তলিয়ে যাই ক্রমাগত’
অথচ, তখনো আমি দেখি তোমাকে।
তোমার প্রতিদিনের জীবনযুদ্ধ
আমাকে সহনশীল করে তোলে;
তোমার একাকীত্ব ভাবনায়
তবুও, আমি থাকি নিরাপদ দূরত্বে।
তোমার মাবতাবোধ
আমাকে জড়িয়ে রাখে নিরন্তর;
তুমি ঘুরে বেড়াও আপন ভুবনে
আমি কিন্তু,কাছেই থাকি।
তোমার লিখা কবিতাগুলো
আমার পড়ার টেবিলেই গোছানো থাকে;
তোমার হাতের স্পর্শ পাই
তবুও আমি থাকি অনেক দূরে।
তোমার শাড়ি পড়ার দক্ষতা
আমার চোখ জুড়ায়
শুধু তোমার দাম্ভিক আচরনে
আমি আমাকে লুকায়।
মিরপুর, ঢাকা
সেপ্টেম্বর ৫, ২০২২, ভোর ৬টা