মানুষের কাছে পরাজিত
হইনি কখনো
হোচট খেয়েছি বারবার
সেটা অপরপক্ষের মানুষের
স্বার্থপরতা, অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত আর
পাশবিকতার কারনে
তবে; নিজের কাছে পরাজিত হয়েছি
অনেকবার
জীবনের কাছেও পরাজিত হয়েছি
যদিও হেরে যাইনি এখনো
হয়তো কোন একদিন হেরেই যাবো
নি:সংকোচে, সবিনয়ে এবং আত্মহংকারে
যতোটা কষ্ট, দু:খ, যন্ত্রনা জমা আছে
এই জীবনে
সবই নিজের কারনে
তবে, দহনটা তৈরি হয়েছে
ভালোবাসার কারনে; মোহের কারনে
মায়ার বন্ধনে
ভালোবাসায় দায়ভার, মোহের দায়ভার
মায়ার দায়ভার
সবই আমার
অন্যরা তা নেবে কেন?
কেউ আমাকে বাধ্য করেনি
আমার কারনেই, আমার দহন
মুক্তির পথও আমাকেই খুজতে হবে
জুন ২৮, ২০২৩ দুপুর ১২টা
মিরপুর, ঢাকা