একটি সিগারেট ধরাতে
কতোটা সময় লাগে??
মানব জীবনের সময়সীমা তারচেয়ে কম
অথচ, এক জীবনে অনেক সিগারেট ধরানো হয়
হিসেবটা গোলমেলে লাগে?
আগে আমারও এমন গোলমেলে লাগতো
এখন লাগে না
ঠিক ঠিক, বুঝতে পারি
বোঝাবুঝির এই ব্যাপারটা
সময়ের সাথে সাথে পরিবর্তন হয়
সবার আগে সময়কে বোঝা দরকার
সময়ের অগাধ শক্তিমত্তার কাছে নতজানু হওয়া প্রয়োজন
সময়ের সাথে কিছুই বলি না, শেয়ার করি না
সময়ও জিজ্ঞেস করে না
অথচ, সময়ের কাছে সব উত্তর জমা থাকে
যথাসময়ে উত্তর হাজির করে
সময়ের সাথে বোঝাপড়া
সুন্দর জীবনের প্রতিশ্রুতি,
প্রশান্তির নিশ্চিত গ্যারান্টি
অথচ, সময়কে অবজ্ঞা করা হয় প্রতিনিয়ত
সময়ের অবজ্ঞাই, মানব সভ্যতার ধ্বংসের সূচনা
মার্চ ২২, ২০২৩ রাত ৮টা
লঞ্চ কেবিন, চরমন্তাজ থেকে ঢাকা যাত্রা পথে