মৃত্যুশোকের যাবতীয় প্রতীকেরা প্রস্তুত
আগামীকাল কিংবা পরশু থেকে;
আর সুর্য্যু উঠবে না পূর্বে;
পশ্চিমেও অস্ত যাবে না।
বিষাদ মাখা একটি মৃত্যুর রেখাচিত্র
জীবনের স্ক্রিনে স্পষ্টত প্রতীয়মান।
মৃত্যুর সময়ক্ষণ
খুব নিঃসঙ্গ এবং একা;
বিবাহিত পুরুষদেরকে বলো
অযথা আস্ফালন!!
সব ভুলের সংশোধন হয় না
কিছু ভুল নিঃশেষ হয় প্রায়শ্চিত্তের ঘরোয়া প্রস্তুতিতে।
মুসার তুর পাহাড়ে
ঈশ্বরের বানীর অপেক্ষা;
ঈসার অলৌকিক জন্ম প্রক্রিয়া;
মোহাম্মদের হেরা গুহায় ধ্যানমগ্নতা
কোন কিছুই ঠেকাতে পারেনি;
অবাধ্য নারী জাতির চৌষট্রি কলাকৌশল।।
প্রতিটি পুরুষ নিদ্রামগ্ন
মেকী সুখের প্রলোভনে নিজের ছায়ার সাথেই যুদ্ধরত;
পুরুষগুলো কাঁদছিলো
নিরবিচ্ছন্নতার নীরবে;
জেগে উঠে দেখে মৃত্যুর সময় সন্নিকটে;
প্রাচীন একটু ভুল তখনো চলমান থাকবে এই পৃথিবীতে।
কতোটা বছর পেরিয়ে গেলে
তাকে প্রাচীন বলা হয়?
লক্ষ কোটি বছরের প্রাচীন ভুল
আজও সংশোধন হয় না;
চৌষট্রি কলার সাথে তথাকথিত স্বাধীনতার বাসনা
পৃথিবী ধ্বংসের জন্য যথেষ্ট; নির্বোধ পুরুষেরা আজও তা জানে না।
মিরপুর, ঢাকা
সেপ্টেম্বর ২৫, ২০২২, সকাল ৭টা