অনেকেই নিজের সাথে যুদ্ধ করে
নীরবে এবং গোপনে
অন্যের ভুলে নিজের বিপর্যয় হলে
ঘটা করে, প্রকাশ্যে জানান দেয়, কিন্তু
নিজের ভুলে!!
কাউকেই কিছু বলা যায় না
কাউকেই দায়ী করা যায় না
নিজের জ্বালিয়ে দেয়া আগুনে নিজেকেই পুড়তে হয়
কেউবা প্রকাশ্যে
লড়াইটা চালিয়ে যায়
যখন অপুর্নতা চারদিকে ঘিরে ফেলে
হতাশায় ডুবে যায়; কিংবা
শেষ লড়াইটা করে প্রাকাশ্যে, জানান দিয়ে
আমার কোন অপূর্নতা নেই
সব পূর্নতাই ছন্মবেশী
ছন্মবেশী পূর্নতা আমাকে নিঃসঙ্গ করে দিয়েছে
চেচামেচি করতে পারি না
দায়মুক্তির ভার অন্যের কাধে দিতে পারি না
বিষন্নতাকে পূর্নতার জোয়ারে আশ্রয়ও দিতে পারি না
অথচ, পূর্নতাগুলো ছদ্মবেশী!!!
লড়াই করতে পারি না;
বিষন্নতার বিরুদ্ধে
ক্রোধের বিরুদ্ধে
সংক্রমিত দুর্ভাগ্যের বিরুদ্ধে;
ছদ্মবেশী পুর্নতাগুলো, দমিয়ে রাখে, নিবৃত রাখে, অথচ;
সুখ দেয় না
আরাম দেয় না
প্রশান্তির ছোয়া তো দেয়ই না
জীবন পরিভ্রমনে কেবল
একটি ঘটনাই এখনো বাকী রয়ে গেছে
মৃত্যুর সাথে আলিঙ্গন;
অথচ,মৃত্যু সময়ক্ষনের কাছে নিজের ইচ্ছেও পরাজিত
ছদ্মবেশী পূর্নতাগুলো না থাকলে
মানুষ একটু শান্তিতে ঘুমোতে পারতো !!
এপ্রিল ১৬, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা