লক্ষ কোটি বছরের
পুরনো পৃথিবীতে
ইবলিশ একাই সবচেয়ে বয়োবৃদ্ধা;
তার সমসাময়মিক আর কেউই বেঁচে নেই।
কতো মানুষকে ইবলিশ তার কৌশলে ফেলে বিপথগামী করেছে
তার হিসেব নেই!!
মাঝে মাঝে পরাজিত ওঁ হয়েছে;
বহুবার মুচকি হাসি হেসেছে ইবলিশ।


ইদানিং ইবলিশ নিজেকে বুড়ো
ভাবতে শুরু করেছে;
ভাবছে এবার অবসর গ্রহন করবে;
অনেক হয়েছে, এবার একটু বিশ্রাম নেয়া দরকার।
জীন অপেক্ষা মানুষের সাথেই
কৌশলী খেলা খেলতে ভালো লাগে বেশি।
তার কাছে নানা রকম উপকরণ আছে
ভিন্ন ভিন্ন ফন্দী;
সময়োপযোগী কৌশল;
মন ভোলানো প্রলোভন;
চাকচিক্যময় জীবনের মরীচিকা …… আরো কত কি!!


একদিন সত্যি সত্যি
ইবলিশ অবসর নেয়ার ঘোষনা দিলো;
সবার আগ্রহ
তার ব্যাগভর্তি উপকরনের উত্তরাধিকার কে হবে?
যোগ্য উত্তরসূরী পাওয়া গেল না;
অনেক ভেবে চিন্তে ইবলিশ
উপকরনের নিলাম ডাকলো;
উন্নতদেশে যেমন “সেল” দেয়, অনেকটা ওরকম।
সেল!!, সেল!!, সেল!!
বেশ কম দামে সব উপকরণ সেল হবে।

সবাই দোকানে ভীড় জমালো
ইবলিশের “কৌশলী উপকরণ” সংগ্রহের জন্য
কেউ নিয়ে গেল
“দারিদ্র্যের ভয়”
কেউ, প্রমোশনের “তোষামোদি কৌশল”
কেউ নিলো, “টপলেস নারী নৃত্যের প্রলোভন”
কেউ, “ঘুষের টাকায় সিঙ্গাপুরে শপিং ইচ্ছে”
সরকারী কর্মকর্তাদের খুব আগ্রহ
“মাউন্ট এলিজাবেথে হাসপাতালের এপোয়েন্টমেন্ট”,
হুড়োহুড়ি করে সবাই তাই নিয়ে নিলো।


এদিকে বেশির ভাগ নারীদের ইচ্ছে,
“অর্ধ উলঙ্গ থাকার অধিকার”, “নারী স্বাধীনতা”
ওনারা ওঁ একে একে সব কিনে নিলো;
দাঁড়ী টুপি পড়া লোকজনের আগ্রহ
“একাধিক বিবাহের সনদ”
কেউবা, “সেক্স টুরিজম এর গোপন বার্তা”…
কোন সমস্যা নেই, একে একে সব শেষ হয়ে গেল,
আর কিছুই বাকী রইলো না।


অনেকক্ষনপর
এক ধর্নাঢ্য ব্যবসায়ী আর কিছু রাজনৈতিক নেতা আসলেন
সাথে তাদের ছেলে মেয়ে স্ত্রীরা আসলো
সবচেয়ে দামি আর কি আছে,
ইবলিশকে জিজ্ঞেস করলেন?
ইবলিশ, আর তো কিছু নেই
পুরো খালি ব্যাগ দেখলো।
কিন্তু উনারা কিছুতেই সন্তুষ্ট হলেন না
নিশ্চই, ইবলিশ ট্রাম কার্ডটি নিলামে দেয়নি
অনেক পীড়াপীড়িতে
ইবলিশ গোপন একটা বক্স বের করলেন।

বেশ দাম কিন্তু
কোন দামাদামী চলবে না;
দুটোমাত্র উপকরণ আছে, ভেবেছিলাম এ দুটো নিলামে দিবো না
কিন্তু আপনাদের পীড়াপীড়িতে দেখালাম;
দাম নিয়ে ভাববেন না
আমাদের অর্থের অভাব নেই, যা চাইবেন তাই দেবো;
অবেশেষে দেখলেন
ইবলিশের গোপন বক্স থেকে বেরিয়ে এলো
দুটো উজ্জ্বল, চকচক করা জিনিস

একটি “হতাশা”, আর
অন্যটি “ডিপ্রেশন”

ইবলিশ ভাবছে, বুড়ো বয়সে আর কোন কাজ করতে হবে না
নিশ্চিন্তে ঘরে বসেই
সব কাজ নিজের মতো করে হবে।

মিরপুর, ঢাকা
সেপ্টেম্বর ১৭, ২০২২, ভোর ৬টা