ইদানিং আমি
ভুলতে বসেছি
সময়ের আধার, লোকালয়, আলপনার মতো চোখ
ভাবাবেশে আন্দোলিত উষ্ণতা
কিংবা ব্যর্থতাকে উপড়ে ফেলার প্রার্থনা
জানার ভেতর অজস্র অজানাগুলো
থরে থরে সাজানো প্রশ্নগুলো
বাকহীন সরে যাওয়া ছায়াগুলো
আমায় বিব্রত করে,
বিষন্ন করে প্রতিনিয়ত
জীবনের স্পর্শ এখনো বেঁচে আছে
সময়ের সাথে সময়ের বন্ধন আজও আছে
কিছু একটা, কেউ একজন, কিংবা
ভাবনার স্রোত;
আমায় যেন বন্দী করে রাখে
আটকে রাখে,
নির্জীব করে তোলে, জীবন্ত এক মানব কোলাহলে
আমি নিঃসঙ্গতায় সঙ্গ খুঁজে পাই
শূন্যতায় অনুভব শুষে নেই
অদৃশ্যে দৃশ্যমান কিছু একটা দেখি
টুকরো টুকরো ভাবনাতেই
আমার দিনলিপি
আমার প্রতিদিনের নিরর্থক কার্যক্রম
অহেতুক, মূল্যহীন...।।
মার্চ ১৭, ২০২৩ বিকেল ৫টা
মিরপুর বেড়ীবাধ, ঢাকা