গত আগষ্ট ২৭, ২০২২ তারিখে, বাংলা কবিতার নিয়মিত আসর, মিরপুর, ঢাকা, বাংলাদেশে অংশগ্রহন এবং নানামুখী আলোচনার প্রেক্ষাপটে কিছু ভাবনা শেয়ার করছি। বাংলা কবিতার আসরকে আরো বেশি গতিশীল এবং আকর্যনীয় করা যায় কিভাবে, সে ভাবনা থেকেই কয়েকটি আইডিয়া/ মডেল শেয়ার করছি
(উল্লেখ্য, আলোচনাটি ভালো না লাগলে কিংবা নীতিবহির্ভূত হলে, এডমিন বললেই ডিলিট করে দেয়ার প্রস্তুতি রইলো)
আমি এখানে শুধু বাংলাদেশ অংশের কথা বলছি (পশ্চিমবঙ্গ বন্ধদের ভিন্ন রকম ভাবনা হতে পারে)
বাংলা কবি ও কবিতা ডটকম এর নীতিমালা অনুযায়ী, যেহেতু কোন প্রকার চাঁদা ধার্য, চাঁদা সংগ্রহের উপর নিষেধাজ্ঞা আছে কিন্তু সংগঠন চালাতে কিংবা যে কোন অনুষ্ঠানের আয়োজনে অল্প পরিমান হলেও অর্থের প্রয়োজন হয়, অর্থের অভাবে অনেক সময় অনেক ভালো উদ্দ্যোগ কিংবা আইডিয়াও বাস্তবায়ন করা যায় না।
কোন প্রকার চাঁদার ব্যবস্থা ছাড়াও নানা উপায়ে আসর এর গতিশীলতা আনা যায়, কারো উপর কোন চাপ প্রয়োগ না করেও নিয়মিত আসর এর অনুষ্ঠানগুলো আয়োজন করা যেতে পারে।
ধরা যাকঃ
বছরে ৩মাস অন্তর অন্তর, মোট ৪টি নিয়মিত আসর/ অনুষ্ঠানের আয়োজন হবে (জানু, এপ্রিল, আগষ্ট, ডিসেম্বর)
প্রতি অনুষ্ঠানে, মিনিমাম খরচ ৩-৪ হাজার টাকা হলে, বছরে ১২-১৬ হাজার টাকা প্রয়োজন (কিংবা সর্বোচ্চ ৫ হাজার টাকা হলে বছরে প্রয়োজন ২০ হাজার টাকা মাত্র)
অনুষ্ঠান ফর্মেটঃ
• অনুষ্ঠান অবশ্যই বেশ পরিকল্পিত হওয়া দরকার (নির্দিষ্ট সময়ে শুরু এবং শেষ করা)
• শুধু কবিতা পাঠ নয়, অনুষ্ঠান নানামুখী আলোচনায় সম্মৃদ্ধ হলে ভালো হবে, যেমন-
o কবিতা আবৃত্তি (উপস্থিত সবার ১ বা ২টি করে), যারা নির্দিষ্ট সময়ে উপস্থিত
থাকবেন, পরে আসলে, কেবলই শ্রোতা
o উপস্থাপিত কবিতার উপর আলোচনা/বিশ্লেষন (৩/৪টি)-আগে থেকেই
আলোচক নির্ধারন থাকবে
o কবিতার উপর একটি প্রবন্ধ পাঠ (আসর কবি কিংবা অন্য কোন নির্ধারিত
আলোচক)
o কোন একটি বই (কবিতা/কবিতার উপর প্রবন্ধ) নিয়ে রিভিউ আলোচনা হতে
পারে (আগে থেকেই আলোচক নির্ধারিত থাকবে)
o উক্ত ৩ মাসে যাদের জন্মদিন ছিল, তাদের জন্মদিন উদযাপন (শুভেচ্ছা জ্ঞাপন
বা কেক কাটা বা অন্য কিছু), তাদের সবাইকে বাংলা কবিতা থেকে শুভেচ্ছা
কার্ড/ক্রেষ্ট দেয়া যেতে পারে
o কারো কোন কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হতে পারে।
o যারা সঠিক সময়ে উপস্থিত হবেন, তাদের স্পেশাল ধন্যবাদ জানানো
o কবিতা লিখার উপর কিছু টিপস দেয়া যেতে পারে (আগেই থেকেই নির্ধারিত
বক্তা)
o কবিতা আবৃত্তির উপর কিছু টিপস দেয়া যেতে পারে (আগেই থেকেই
নির্ধারিত বক্তা)
o প্রতি অনুষ্ঠানে অন্যান্য সাহিত্য/কবিতা বিষয়ক সংগঠনের কাউকে আমন্ত্রন
জানানো যেতে পারে (তাকে সম্মাননা ক্রেষ্ট দেয়া যেতে পারে)-এতে করে
আন্ত সংগঠনের সদস্যদের মধ্যকার ঘনিষ্টতা বাড়বে, যোগাযোগ বাড়বে।
o বাংলা কবিতা আসরের যারা অন্য দেশে অবস্থান করেন, তাদের কারো কারো
সাথে, তাৎক্ষনিক অন-লাইনে সংযুক্ত করা (যদি সময়ের হিসেব মেলানো
যায়), এমনকি প্রতি আসরে ভারত থেকেও কেউ কেউ অন-লাইনে সংযুক্ত হতে
পারে। কোন আলোচনা করতে পারে।
সাংগঠনিক কাঠামো কি হতে পারেঃ
১। এক বছরের জন্য ৪জন দায়িত্ব (ছোট্ট একটা কমিটি সাথে এডমিন থাকবেন) নিতে পারে, ৪টি অনুষ্ঠান আয়োজন করার জন্য। তাদের মোটিভেশন দেয়ার জন্য,বছর শেষে ৪জনকে সম্মাননা ক্রেষ্ট (সফল আয়োজক হিসেবে) দেয়া যেতে পারে।
২। পরের বছর আবার ভিন্ন ৪জন (এভাবে এগিয়ে যাবে)
৩। ৪ জনের উপর আস্থা রাখতে হবে, তাদের নেতৃত্ব, তাদের ভাবনার উপর সম্পুর্ন আস্থা রেখেই দায়িত্ব দেয়া যেতে পারে (কোন প্রকার নেগেটিভ সমালোচনা না করে, গঠনমূলক আলোচনার মাধ্যমে তাদের সহযোগিতা করা)
৪। অনুষ্ঠান পরিচালনার ব্যাপারে তাদের পূর্ন স্বাধীনতা থাকবে (এতে করে সাংগঠনিক এবং নেতৃত্বের বিকাশ ঘটবে)
৪। ৪টি অনুষ্ঠানের খরচ/বাজেট/ব্যবস্থাপনাও তাদের হাতেই থাকবে, বছর শেষে তারা একটি হিসেব শীট সহ পরের ৪জনের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। তারাই ফান্ড ব্যবস্থাপনা এবং সংগ্রহের জন্য নানামুখী উদ্দ্যোগ গ্রহন করবে।
অনুষ্ঠানকে আরো আকর্ষনীয় এবং আরো উপস্থিতি নিশ্চিত করাঃ
• প্রতি অনুষ্ঠানে ২ জনকে ২ ক্যাটাগরীতে ক্রেষ্ট দেয়া যেতে পারে
• ১জন, কবিতার আসরে, কবিতা/আলোচনার উপর বেষ্ট মন্তব্যকারী (গুনগত বিচারে)
• ১ জন বেষ্ট আলোচক
(৩ মাস সময়সীমার মধ্যে, উক্ত ৪জনই বিচারক হিসেবে থাকবেন)
ফান্ড সংগ্রহের নানা মডেলঃ
মডেল ১ (আসর কবি)
• প্রতি অনুষ্ঠানে ১জন/২জন আসর কবি থাকবেন (উক্ত ৪জন, আগে থেকেই ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে আসর কবি ঠিক করে রাখবেন)
• তার কর্মজীবন, তার ভাবনা, তার কবিতা নিয়ে আলোচনা এবং অন্যন্যদের মতো তার বেশ কয়েকটি কবিতা পাঠ/আবৃত্তি হবে
• একটি অনুষ্ঠানের খরচ আসর কবি/কবিদ্বয় বহন করবে
মডেল ২ (স্পন্সর)
• কোন একটি অনুষ্ঠান, যে কেউ স্পন্সর করতে পারে
• তাকে সেই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা ক্রেষ্ট দেয়া যেতেই পারে
মডেল ৩ (জন্মদিন উদযাপন)
উক্ত সময়সীমার মধ্যে যাদের জন্মদিবস, তাদের জন্মদিবস পালন হবে উক্ত অনুষ্ঠানে, তারা সম্মিলিত ভাবে অনুষ্ঠানের খরচ বহন করতে পারে।
মডেল ৪ (সেচ্ছা অনুদান)
• আগ্রহী এবং সক্ষমতা আছে এমন ১৫-২০ জনের তালিকা করে, তাদের থেকে ১ বছরের অনুষ্ঠানের জন্য প্রতিজন ১ হাজার করে, মোট ১৫-২০ হাজার টাকার ১ বছরের তহবিল করা।
• বিদেশে অবস্থান করছেন, এমন কেউও আগ্রহী হতে পারেন।
মডেল ৫ (বইয়ের মোড়ক উন্মোচন)
• বাংলাদেশ অংশে একটি ওয়াটস আপ গ্রুপ খুলে রাখা (সেই গ্রুপের মাধ্যমেই উক্ত ৪জন সমস্ত যোগাযোগ আগে থেকেই করে রাখবেন)
• কেউ তার বইয়ের মোড়ক উন্মোচন করতে পারেন এবং তিনি উক্ত অনুষ্ঠানের খরচ বহন করতে পারেন
সবশেষে পুরো ভাবনাতে সংযোজন, বিয়োজন হতেই পারে আবার কোন কিছু না ভেবে পুরোটাই বাতিল করা যেতে পারে। আমি শুধু ভাবনাটুকু শেয়ার করলাম।
দিনশেষে বাংলাদেশ এডমিন, উক্ত ভাবনার সাথে থাকলে, নিজে উদ্দ্যোগী হয়ে, নিজের নেতৃত্তের মাধ্যমে বাংলা কবিতার আসরকে আরো গতিশীল করতে পারেন, আমরা নিশ্চয়ই সব রকম সহযোগীতায় থাকবো।