স্বপ্নের শব্দেরা পরিচিত হতে হতে
কেমন অচেনা হয়ে যায়;
নিঃসঙ্গতার পাপ নিরিবিলি
শুয়ে থাকে আমার বুকের গভীরে নিশ্চিন্তে
দিনের আলোয় নিজের ছায়ার সাথে
নিরুপদ্রুপ বসবাস আমার;
সূর্য্য ডুবে গেলে
আত্মার সাথে নিরুত্তাপ রাত্রিযাপন।
মনের বাতিঘর কেঁপে ওঠে
ইচ্ছেগুলো অপরিচিত হয়;
ক্ষুধাগুলো ক্ষুধার্তই রয়ে যায়
গন্তন্যবিহীন গন্তব্যে যখন আমার যাত্রা শুরু হয়।
রক্তে হিমশীতল কাকতাড়ুয়া
বাজপাখির তীক্ষ্ণ চোখদৃষ্টি;
ব্যস্ত নগরীতে টিকে থাকার সংগ্রাম
অস্পষ্ট বিকেলের ম্রিয়মান সূর্য্যরেখা।
ভেতরে দহনের শব্দগুঞ্জন
বাহিরে অপেক্ষারত তলোয়ার এবং প্রলোভন;
আয়ু রেখা ধরে হাটা পথের ডাক
আমি তখন থাকি নির্বাক।
মিরপুর, ঢাকা
সেপ্টেম্বর ৬, ২০২২, ভোর ৬টা