মোমের আলো
পরিমানে অল্প, কিন্তু
কাছে থাকার অনুভূতি দেয়
স্পর্শানুভুতি!!

সুর্য্যের আলো
পরিমানে বেশি এবং তীব্র;
প্রয়োজনের অতিরিক্ত পূরণ করে
অথচ, নিজের বলে অনুভূত হয় না।

চাঁদের আলো
ধার করা, প্রতিফলিত;
অথচ
মায়াবী টানে আকর্ষিত করে।

টিউব লাইটের আলো
স্বচ্ছ, মোলায়েম;
অথচ, কৃত্তিম
একটা অর্থনৈতিক সম্পর্ক জড়িত।

মানুষের মধ্যেও আলো থাকে
মানুষই আলোর জন্য হাহাকার করে;
আলোর প্রকৃতি ও প্রভাব
কে কতটা ধারন করতে পারে?

জানুয়ারি ২৬, ২০২৩, সকাল ৭টা
মিরপুর, ঢাকা