তুমি দেখতে সুন্দর, সেজন্য পছন্দ করি, তা কিন্তু না
সেটা বাড়তি পাওয়া, আবশ্যক না;
তোমার সাথে কথা বললে আরাম পাই, সেজন্যই পছন্দ করি।
আবার কখনো কখনো আরাম পাই না, সেজন্যও পছন্দ করি
কেন আরাম পাই বা পাই না, সেটা আমি জানি, সবকিছু মনে রাখি না৷
আবার অনেক কিছু ভুলেও যাই না
ভুলতে চাইলেও পারি না
সব সুন্দরের ভেতর একটা অসুন্দর থাকে, উলটোটাও হয়
মার্চ ১১, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা