দিনের পর দিন
তারপর আরো একটা দিন
দিনের শেষ আছে, কিন্তু
গন্তব্য নেই
আমি কোন প্রশ্নকর্তা নই
উত্তরও জানি না
সব কিছুই তিনি জানেন
আমি, আমরা কেউ কিচ্ছু জানি না
এক পা এখনো
মাটিতে আছে
অন্য পা কোথায়, তাও জানি না
অভ্যসের দাস
মাছি মারা কেরানীর মতো
প্রতিটি দিন, একটি থেকে অন্যটি
কপি পেষ্ট মাত্র
ভুলের সিদ্ধান্ত, বাস্তবতা
নাকি নিয়তি?
কোনটি সঠিক? তুমি জানো?
আমি জানি না
মুখে কুলুপ এটে রাখা
সমস্যার আপাত সমাধান
কিন্তু স্থায়ী সমাধান কি?
নিবৃত্তি রাখা, নিয়ন্ত্রনে থাকা
কোনটা ভালো?
ভালো আর মন্দের মিশ্রন ক্ষতি কি?
শুধু ভালো, স্বর্গে পাওয়া যাবে
আর শুধুই মন্দ, নরকে
তবে, ইহজগতে মিশ্রনই উত্তম
তবুও, মানুষ
মিশ্রন অপেক্ষা উত্তম খোঁজে !
নিজেদের সর্বনাশ নিজেরাই ডাকে
আমার মতোই সবাই
বেশির ভাগ মানুষ কিংবা
কেউ কেউ
জানুয়ারি ২৮, ২০২৩, রাত ১০টা
মিরপুর, ঢাকা