শ্রবন, দর্শন এবং বাকশক্তি
তিনটে ইন্দ্রিয়ের মধ্যকার সম্পর্ক
অসাধারন!
শ্রবন শক্তি না থাকলে
বাক শক্তি জন্মায় না
পৃথিবীতে আগমনের পূর্বেই
মানুষের শ্রবণ শক্তি জন্মায়
দর্শন ও বাকশক্তি তখন ঘুমন্ত থাকে
অথচ, মানুষের কাছে
শবন শক্তি মূল্য কম
বাক শক্তির মূল্য সবচেয়ে বেশি
প্রকৃতির নিয়ম উল্টে যায়
মানুষেরা অহমিকায় নিজেদের হারায়
শ্রবন ও দর্শন যন্ত্র থাকে দুটি
বাকযন্ত্র একটি
স্পষ্ট নির্দেশনা, ভারসাম্য রক্ষায় যেন না থাকে কোন ত্রুটি
জানুয়ারি ২৭, ২০২৩, সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা