নারীদের স্বয়ং ভগবানও
ভয় পায়;
সমীহ করে চলে।
আপনি ভয় পেলে এটা কোন সমস্যাই না।
পুরো ব্যাপারটাই
আকর্ষন বিকর্ষনের খেলা।
পুরুষের অর্ধেক সময় কাটে
আকর্ষিত হয়ে;
বাকী অর্ধেক, ভয়ে
এভাবেই পুরো জীবন চলে সয়ে সয়ে।
যদি ভাবেন, কোনটাই করবেন না
একাই থাকবেন;
বাস্তবে তা পারবেন না।
প্লিজ, সৃষ্টি তত্ত্বের বিরুদ্ধে
নিজেকে জড়াবেন না।
আদম আর হাওয়া বিবির কথা
ভুল করেও, ভুলে যাবেন না।
“নারী” ভগবানের এক অসাধারন সৃষ্টি
যার রহস্য অতলস্পর্শী;
ভগবান , নিজেই স্বীকার করেছেন
পুরুষ জাতিকে সতর্ক থাকতে বলেছেন।
আপনি জ্ঞানী, পন্ডিত কিংবা
বিজ্ঞানী হতে পারেন, কিন্তু
নারী জাতির কাছে তুচ্ছ।
আপনাকে এই তাচ্ছিল্য মেনে নিতেই হবে।
কোন নারীর সাথে তর্ক কিংবা
প্রতিযোগীতায় লিপ্ত হবেন না;
জেনে রাখুন
আপনার নিশ্চিত পরাজয়;
কোনভাবেই জিততে পারবেন না।
এভাবেই ভালো থাকার চেষ্টা তো করুন
এছাড়া আর, বিকল্প কি বলুন??
জানুয়ারি ২০, ২০২৩ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা